দুর্যোগ ৩ এপ্রিল, ২০২৩ ০১:৩৩

১৫ মিনিটের ঝড়ে, রাজশাহীতে ঘরবাড়ি ফসলসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজশাহীর বাঘায় ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে তেঁথুলিয়া বাজারের অন্তত ৬টি দোকান। রোববার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ব্যাপক বাতাস প্রবাহিত হয়। এতে তিনটি গ্রামের মানুষের বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি  হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় লোকজন বিবৃতি দিয়ে জানায়, প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই ঝড় ও বৃষ্টি। বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া বাজার এলাকাসহ হরিনা ও ফতিরদাড় এলাকায় বৃষ্টির শেষে শুরু হয় ব্যাপক ঝড়। মাত্র ১৫ মিনিটের ঝড়ে তেঁথুলিয়া বাজারের (কাঠ) মিল মালিক লেদু এবং সুজনের ঘরের টিন উড়ে যায়। একই সঙ্গে ওই বাজারের ফার্নিচার ব্যবসায়ী শান্টু, মুদি ব্যবসায়ী মদন ও রনি’র দোকানের চালা লণ্ডভণ্ড হয়ে যায়।

তেঁথুলিয়া বাজার বনিক সমিতির সভাপতি জোনাব আলী জানান, রোববার বিকেল সোয়া ৫টার সময় মাত্র ১৫ মিনিটের ঝড়ে এ বাজারসহ পার্শ্ববর্তী প্রায় এক কিলোমিটার এলাকায় অনেক মানুষের গাছপালা ও বাড়িঘরসহ ফসলের অনেক ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।  

তিনি বলেন, এটা প্রাকৃতিক দুর্যোগ। এ ক্ষতি অপরণীয়। তবে ভেঙে পড়লে চলবে না। আমরা সরকারিভাবে যতটা সম্ভব আপনাদের সহায়তা দেওয়ার চেষ্টা করব।  

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, লোকমুখে ঘূর্ণিঝড়ের খবর পেয়েছি। কাল সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করব। এরপর ক্ষতির অবস্থান বুঝে কেউ সহায়তা চাইলে তাদের বিষয়ে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করা হবে। 

উল্লেখ্য, ১৫ মিনিটের এই ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 

আমাদের কাগজ/এমটি