ডেস্ক রিপোর্ট।।
সেলিব্রিটিদের জ্বালা কম নয় ৷ এগলেও বিপদ, পিছলেও ৷ পান থেকে চুন খসলেই হল ৷ ট্রোলড হতে হয় তারকাদের ৷ তেমনই গণেশ চতুর্থীতে গণেশের আরতির ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের রোষের মুখে পড়তে হল স্বয়ং সলমন খানকে ৷
এমনিতেই মুসলিম হয়ে গমেশ পুজোর অনুষ্ঠানে করায় কট্টরবাদীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল ৷ এরপর ভাইজানের ভুল আরতি করার ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপকভাবে ট্রোলড হতে হল নায়ককে ৷
সলমনের বোন অর্পিতা খানের বাড়িতে ছিল গণেশ চতুর্থীর পুজো ৷ সেখানেই সপরিবারে হাজির ছিলেন সল্লু ভাই ৷ বিসর্জনের আগে বাপ্পাকে আরতি করেন সলমন ৷ কোলে ছিল বোনের ছেলে আহিল ৷ ভাগ্নেকে কোলে নিয়েই আরতি করতে গিয়ে উল্টো দিকে আরতির থালা ঘোরালেন নায়ক ৷ আর এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিপত্তি! কেউ ছেড়ে কথা বললেন না সলমনকে ৷ তবে যতই ট্রোলড হন না কেন, মুখে কুলুপ এঁটে রয়েছেন ভাইজান ৷