দুর্যোগ ২৪ অক্টোবর, ২০২৩ ০৪:২০

ঘূর্ণিঝড় হামুন

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

আমাদের কাগজ ডেস্ক: উত্তাল বঙ্গোপসাগ। ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর। এতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের পাশাপাশি ভোলা-রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে। এছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে স্পিডবোটসহ অন্যান্য নৌযানে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

(মঙ্গলবার) (২৪ অক্টোবর) লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, (সোমবার) রাতে ৪ নম্বর বিপদ সংকেত ছিল। এজন্য রাত ৭টার দিকেই লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ১২টি লঞ্চ চলাচলের অনুমতি আছে। তবে লঞ্চ আছে ছয়টি। এরমধ্যে একটি লক্ষ্মীপুর-বরিশাল রুটের অন্য পাঁচটি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীরহাট ঘাটে নোঙর করা আছে।

মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, দুপুর ১২টা থেকে দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, আজ (২৪ অক্টোবর)  রাত ১০টা থেকে আগামীকাল (২৫ অক্টোবর) সকাল ১০টার মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’। এমন তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

আমাদের কাগজ/এমটি