কৃষি ১৭ জানুয়ারি, ২০২১ ১০:৩৫

লোকসানের আশঙ্কায় দিন কাটাছে মধুর চাষিরা

নিজস্ব প্রতিবেদক

এই শীতে সরিষা ফুলে যেন পুরো দৃশ্যই পাল্টে দিয়েছে। মাগুরায় সদর উপজেলার বেঙ্গা বেরই বিস্তীর্ণ এলাকায় এ মৌসুমে চাষ করা হয়েছে সরিষার। চারিদিকে এখন শুধু হলুদ সরিষা ফুলের বর্ণিল সমারোহ। মাঠজুড়ে মৌ মৌ করছে সরিষা ফুলের গন্ধে।

এদিকে সরিষা ক্ষেতের পাশেই মৌমাছির চাষ করছেন মৌ খামারিরা। সরিষা ফুল থেকে মধু আহরণসহ ফলন বাড়ায় বাড়তি আয় হচ্ছে কৃষকের। তবে এ বছর চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।

তেঘরিয়া গ্রামের কৃষক ইস্রাইল হোসেন জানান, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি ও তার ভাই মৌ খামার করছেন। এ বছর মধু উৎপাদন ভাল হচ্ছে কিন্তু সেই তুলনায় বিক্রি কম। করোনা মহামারির কারণে অন্য জেলা থেকে ব্যবসায়ীরা মধু কিনতে আসছেন না।

মাগুরা কেশব মোড় এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, করোনার কারণে সঠিকভাবে বাজারজাত করতে পারছেন না ব্যবসায়ীরা। সঠিকভাবে বাজারজাত করতে পারেলে মৌ খামারিরা লাভবান হবেন বলে আশাকরি।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক জানিয়েছেন, এ বছর জেলায় সরিষার আবাদ হয়েছে ১৩ হাজার ৪৯৫ হেক্টর। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার ৩৫০ হেক্টর। করোনার কারণে মৌ খামারিদের মধু বিক্রি কম হচ্ছে। তবে শীতের তীব্রতা একটু কমে গেলে মধু বিক্রি বাড়বে।