ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের আনোয়ারায় আগুনে ফলের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সোমবার ভোর চারটার দিকে এ উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দোকানদার খোরশেদ খানের তিন লাখ, আলমগীরের চার লাখ, মুনসুরের সাড়ে তিন লাখ, হক স্টোরের মালিক নুরুল হকের বিশ লাখ ও ফারুকের ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
মুদি দোকান হক স্টোরের মালিক নুরুল হক সওদাগর বলেন, ‘প্রতিদিনের মতো গতকালও দোকান বন্ধ করে বাড়ি যাই। ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহানে দোকানে থাকা কর্মচারীরা দ্রুত বেরিয়ে এসে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। ততক্ষণে দোকান প্রায় পুড়ে ছাই হয়ে গেছে।’
আনোয়ারা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান স্বাধীন জানান, খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করলেও আগুনে চার লাখ ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।