ধর্ম ও জীবন ২২ এপ্রিল, ২০২৩ ১০:২৩

জাতীয় ঈদগাহে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।

শনিবার, ২২ এপ্রিল রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় ঈদগাহ।

করোনা মহামারির কারণে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই বিগত কয়েক বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছে দেশবাসীকে। এবার করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদ ঘিরে আগের মতোই আনন্দ-উচ্ছ্বাস ফিরে এসেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নামাজ আদায় করেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তার শেষ ঈদের নামাজ।

রাষ্ট্রপতি ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ আজ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।

আমাদের কাগজ / এইচকে