মুক্তমত ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:২৩

রোমানিয়া থেকে বাইক চালিয়ে বাংলাদেশে দুই তরুন-তরুনী

সংগ্রহীত

সংগ্রহীত

আমাদের কাগজ: বাইক চালিয়ে সুদুর রোমানিয়া থেকে বাংলাদেশে দুই তরুন-তরুনী। সাতক্ষীরা শহরের একটি আভিজাত্য  এলাকায় অবস্থান করেছেন তারা।এছাড়া,একটি সংস্থার সাথে যোগ দিয়েছেন তারা। জানা যায়, কর্মজীবনের বাহিরে আনাদ্রেয়া এবং এল্যে-না দুইজন ভালো বন্ধুও বটে৷ 

প্রায় একমাস হল, স্কুটার চালিতে বাংলাদেশে এসেছেন মেয়ে সহযোদ্ধা আনাদ্রেয়া ৷ এরই মধ্যে সাতক্ষীরার একটি শিশুর দায়িত্বও নিয়েছেন তিনি। সেই শিশুকে দেখার উদ্দেশ্যে এত পথ পাড়ি দিয়ে আসা।বাংলাদেশের মানুষের আতিথিয়তায় মুগ্ধ তারা।

 

তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার কি.মি দূরে রোমানিয়া। ইউরোপের সেই দেশ থেকে বাংলার মাটিতে এসেছেন তারা বাইক চালিয়ে। এ বিষয়ে জানতে চাইলে হেলেনা জানান, ' বরাবরের মতই বাইক প্রিয় একজন মানুষ। দেশ-বিদেশে ঘুরে প্রকৃতি দেখা তার শখের মধ্যে অন্যতম। তিন বছরের বেশি সময় ধরে বাইক চালান তিনি' হেলেনার মত প্রকৃতি পিপাসু গেলেনার কাছে বাংলাদেশ নতুন এক অভিজ্ঞতা। 

(সূত্র: যমুনা টেলিভিশন) 

আমাদের কাগজ,এমটি