মুক্তমত ২৯ জানুয়ারি, ২০২৩ ০৪:৪৭

মাথা ছাড়াই বেঁচে থাকতে পারে পতঙ্গ,জেনে নিন কতদিন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদঃ আমাদের প্রায় সবার আরশোলা বা তেলাপোকা নামের প্রাণীটির সাথে পরিচিত। অনেকের আবার ভয়ের প্রাণী হিসেবে তকমা পেয়েছে এই প্রাণীটি। এবার চলুন জেনে আসি অতি পরিচিত পতঙ্গ বা আরশোলা সম্পর্কে কিছু অজানা তথ্য। এটি সচরাচর তেলাপোকা হিসেবেই অধিক পরিচিত। যে কোন প্রাণী মানেই মাথা কাটার পর বাঁচা নিশ্চিত বলে ধারণা আমাদের। তবে এই প্রাণীটি আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। জানলে অবাক হবেন কোনোভাবে এই পতঙ্গের মাথা কাটা গেলেও তৎক্ষণাৎ মারা যায় না। মাথাহীন তেলাপোকা চলাচল করতে পারে।

মজার বিষয় হচ্ছে, মাথা থেকে আসা তথ্যের অভাবে এলোমেলোভাবে চলাচল করে। মাথা ছাড়া অন্তত সপ্তাহখানেক বেঁচে থাকতে পারে।তেলাপোকা ঠাণ্ডা রক্তযুক্ত পতঙ্গ। তাই তারা শরীরের তাপমাত্রা ঠিক রাখতে বেশি শক্তি ব্যয় করতে হয় না। প্রসঙ্গত,বাচ্চা -বুড়ো প্রায়  সবাই এই প্রাণীটে ভয় পেয়ে থাকে। অনের আমার জানের দুশমন হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তেলাপোকার।বিশেষ করে মেয়েরা বেশি ভয় পায় এই প্রাণীটিকে। 

মজার ছলে আমাদের মগজে ও মননে সহজেই একটি কথা গেঁথে রয়েছে।এটি হচ্ছে ঘরে তেলাপোকা বা আরশোলার বেশি ঘনোঘটা দেখলে,গ্রাম বাংলায় প্রচলিত একটি কথা রয়েছে। 'তেলাপোকার বেশি আবির্ভাব হলে টাকা আসবে ঘরে' যেমটা হাত থেকে থালা - বাসন পড়ে গেলে বলা হয় বিপদ কিংবা মেহমান আসবে ঘরে।                        

আমাদের কাগজ/এমটি