মুক্তমত ২৯ জানুয়ারি, ২০২৩ ০২:৫৮

এলিজাবেথ মৃত্যুর পর, রাজা তৃতীয় চার্লস কিভাবে সামলাচ্ছেন সিংহাসন  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদঃ রানী এলিজাবেথ মৃত্যুে শোকে কাতর ছিলেন সর্বস্তরের মানুষ। হঠাৎ মাথায় বাজ পড়ার মত দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় এলিজাবেথ। তবে আমরা অনেকেই জানি না রানীর মৃত্যুর পর কে সামলাচ্ছেন তার এই বিশাল রাজসিংহাসন। সত্তর বছর ধরে উত্তরাধিকারী থাকার কারণে তিনি হচ্ছেন ব্রিটিশ ইতিহাসে সিংহাসনে অভিষেক হওয়া সবচেয়ে বয়সী রাজা। রাজা তৃতীয় চার্লস।ব্রিটিশ সিংহাসনের সবচেয়ে দীর্ঘসময়ের উত্তরাধিকারী এখন রাজা হয়েছেন।রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুর পর রাজসিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস। 

রানির মৃত্যুর সাথে সাথে রাজসিংহাসনে আসীন হয়েছেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস, যিনি এখন থেকে রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হচ্ছেন। 

 

রাজা কী করেন

রাজা যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান। তবে তার ক্ষমতা অনেকটাই প্রতীকী ও আনুষ্ঠানিক এবং তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষতা অবলম্বন করেন।

একটি লাল চামড়ার বাক্সে করে তিনি প্রতিদিন সরকারি বার্তা পাবেন। যেমন আসন্ন কোন গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে ব্রিফিং বা তার সাক্ষর দরকার এমন কোন দলিল।
 
তার বেশির ভাগ বৈঠক একেবারেই গোপনীয় এবং এগুলোতে কে কী বলেন তার কোন রেকর্ড থাকে না।

এছাড়া সংসদীয় বিষয়েও রাজার কিছু কার্যক্রম আছে:

সরকার নিয়োগ: সংসদ নির্বাচনে জয়ী দলের নেতা সাধারণত বাকিংহাম প্যালেসে রাজার সাথে দেখা করেন, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়। আবার সংসদ নির্বাচনের আগে রাজাই আনুষ্ঠানিকভাবে একটি সরকার ভেঙ্গে দেন।

স্টেট ওপেনিং এবং রাজার ভাষণ: স্টেট ওপেনিং হলো যুক্তরাজ্যের পার্লামেন্টের বার্ষিক সূচনা অধিবেশন। রাজা এই সংসদীয় বর্ষের আনুষ্ঠানিক সূচনা করেন। হাউজ অব লর্ডসে ভাষণে রাজা সরকারের পরিকল্পনাগুলো তুলে ধরেন।

রাজকীয় সম্মতি: যখন পার্লামেন্টে কোন বিল পাশ হয় সেটাকে আইনে পরিণত করার জন্য রাজার অনুমোদন বা সম্মতির দরকার হয়। সবশেষ এই সম্মতি না দেয়ার ঘটনা ঘটেছিল ১৭০৮ সালে।

আমাদের কাগজ/এমটি