ডেস্ক রিপোর্ট
১৪টি পদে ১৩১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত।
পদগুলো হলো- সিনিয়র টেকনিশিয়ান, গেইট ইন্সপেক্টর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গোডাউন কিপার, ড্রাইভার, স্কীল্ড টেকনিশিয়ান, টেকনিশিয়ান, মেডিকেল এসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, ফায়ারম্যান, টেকনিক্যাল হেল্পার, গেইট গার্ড, লেবার ও ক্লিনার।
চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। আগ্রহীরা www.bof.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-১০ নং পদের জন্য ১১২ টাকা, ১১-১৪ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।