চাকুরীর খবর ১৬ মে, ২০২৩ ০৬:২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: সহযোগী অধ্যাপক।

পদ সংখ্যা: ১ (স্থায়ী)।

বিভাগ: অর্থনীতি।

বেতন গ্রেড: ৪

পদের নাম: সহকারী অধ্যাপক।

পদসংখ্যা: ১ (স্থায়ী)।

বিভাগ: সমাজকর্ম।

বেতন গ্রেড: ৬

পদের নাম: প্রভাষক।

পদসংখ্যা: ১৪ (স্থায়ী)।

বিভাগ ও পদ: আইন (২টি), ইংরেজি (২), বাংলা (১টি), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিএসই ১টি ও গণিত ১টি), পদার্থবিজ্ঞান (২টি), ভূতত্ত্ব ও খনিবিদ্যা (১টি), অর্থনীতি (১টি), লোকপ্রশাসন (১টি) ও সমাজকর্ম (২টি)।

বেতন গ্রেড: ৯

পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।

পদের সংখ্যা: ১ (স্থায়ী)।

দপ্তর: আইসিটি সেল।

বেতন গ্রেড: ৬।

পদের নাম: সহকারী রেজিস্ট্রার।

পদের সংখ্যা: ১ (স্থায়ী)।

দপ্তর: রেজিস্ট্রারের কার্যালয়।

বেতন গ্রেড: ৭।

পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১ (স্থায়ী)।

বেতন গ্রেড: ১১।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট।

পদের সংখ্যা: ১ (স্থায়ী)।

বিভাগ: সমাজকর্ম।

বেতন গ্রেড: ১৬।

পদের নাম: অফিস সহায়ক।

পদের সংখ্যা: ১ (স্থায়ী)।

বিভাগ: সমাজকর্ম।

বেতন গ্রেড: ২০।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশালের ডিসপ্যাচ শাখা থেকে ফরমপ্রতি ৫০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে হবে। 

ফরম পূরণ সাপেক্ষে পাঠাতে হবে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশাল-৮২৫৪- এই ঠিকানায়।

আবেদন ফি : ট্রেজারার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৬ নম্বর পদের জন্য ৩০০ টাকা; ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৩।

আমাদেরকাগজ/এইচএম