সারাদেশ ১৪ অক্টোবর, ২০১৯ ০৯:১০

৫ বছরের শিশুর সাথে মাত্রাহীন নিষ্ঠুরতা

ডেস্ক রিপোর্ট ।।

সুনামগঞ্জের দিরাইয়ে তুহিন (৫) নামে এক শিশুকে ছুরি বিদ্ধ করে হত্যার পর গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে ঘাতকরা। এছাড়াও ঘাতকরা কেটে নিয়ে গেছে শিশুটির লিঙ্গ ও কান।

রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রবিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে তুহিনের চাচাতো বোন ঘরের দরজা খোলা দেখে ডাকাডাকি শুরু করেন। এ সময় পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন তুহিন ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করে বাড়ি থেকে একটু দূরে মসজিদের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার পেটে বিদ্ধ ছিলো দু'টি ছুরি। খবর পেয়ে সকালে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু তুহিনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।