বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২ অক্টোবর, ২০২০ ১০:০৭

এক হচ্ছে ইন্সটাগ্রাম-মেসেঞ্জারের মেসেজিং সেবা

ডেস্ক রিপোর্ট

এক হতে যাচ্ছে ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জার প্ল্যাটফর্মের মেসেজিং সেবা। এর ফলে একটি প্ল্যাটফর্ম থেকেই অপরটিতে মেসেজিং করতে পারবেন এইদুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান চুডনোভক্সি এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।এখন ইন্সটাগ্রাম অ্যাপ থেকে চাইলে ইন্সটাগ্রামের পাশাপাশি মেসেঞ্জারের বন্ধুদের মাঝে ও মেসেঞ্জার ব্যবহার করে মেসেঞ্জারের পাশাপাশি ইন্সটাগ্রাম ফলোয়ারদের সঙ্গেও মেসেজিং করা যাবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং শুধু অ্যাপল গ্রাহকরাই এ সুবিধা উপভোগ করতে পারবেন তবে অতি শিগগিরই বিশ্বজুড়ে এ সুবিধা সকল ব্যবহারকারীরা পাবেন বলে জানায় ফেসবুকের কর্তৃপক্ষ।

অ্যাডাম এবং স্ট্যান যৌথ বিবৃতিতে জানান, ফেসবুক মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাপগুলোতে প্রতিদিন প্রায় ১০০ বিলিয়ন বার্তা আদান-প্রদান করেন ব্যবহারকারীরা। এক বিলিয়নের বেশি ব্যবহারকারী মেসেঞ্জার ব্যবহার করে। এটাকে আরও বেশি ব্যবহারকারীদের জন্য উন্নত করার অংশ হিসেবে আমরা মেসেঞ্জার এবং ইন্সটাগ্রামের বেশকিছু আকর্ষণীয় ফিচারকে একীভূত করছি। ব্যবহারকারী যে প্ল্যাটফর্মেই থাকুক না কেন সে দু’টিরই আকর্ষণীয় ফিচারগুলোর সুবিধা নিতে পারবেন।