ধর্ম ও জীবন ৬ আগস্ট, ২০১৯ ০৫:৪৭

এই প্রথম মসজিদে নববিতে বাংলায় বয়ান 

ডেস্ক রিপোর্ট ।। 

সৌদি আবরেও এবার বাংলা ভাষার জয় হলো। আরেকটি জয়ের ফলক উন্মোচন হয়েছে। প্রথমবারের মত মসজিদে নববিতে হাজিদের উদ্দেশ্যে অভিজ্ঞ আলেম-ওলামাগণ বাংলায় বয়ান করেছেন। 

গত ৩০ জুলাই ২০১৯ এই বাংলায় বয়ান শুরু হওয়ায় মক্কা-মদিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলেম- ওলামা ও শ্রোতারা আন্তরিক ধন্যবাদ জানান। 

বাংলা ভাষা-ভাষীরা সুন্দরভাবে পবিত্র হজ্ব ও ওমরা পালন করতে পারে এই জন্য এ বছরই প্রথম বাংলায় বয়ানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সহজে বাংলা ভাষীরা এর মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে। 
 
সারাবিশ্বের অনেক দেশ থেকে মুমিন মুসলমান পবিত্র নগরী মক্কায় হজ্ব উপলক্ষে আগমন করেন। হজসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো নিয়ে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে নামাজের আগে ও পরে ধারাবাহিকভাবে চলে আলোচনা।

উল্লেখ্য যে, গত ৩০ জুলাই থেকে মসজিদে নববিতে প্রতিদিন নিয়মিত চলছে বাংলা বয়ান। যা হজ্ব ও ওমরার জেয়ারতকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।