সারাদেশ ২৫ মে, ২০২৩ ০৫:৩১

ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১টার দিকে বালি মহিষাটী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুইপক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুলিশ অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সকাল ৮টা থেকে বালী মহিষাটী দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিল। বেলা ১টার দিকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী হঠাৎ করে কেন্দ্রের বাইরে ভোটারদের স্লিপ সরবরাহকারীদের ওপর চড়াও হয়। এতে স্বতন্ত্র তিন প্রার্থীর লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আমাদেরকাগজ/এইচএম