রাজনীতি ১৬ জানুয়ারি, ২০২৩ ০২:৫৭

বিএনপি নির্বাচনে না আসলে হাওয়ায় মিলিয়ে যাবে: তথ্যমন্ত্রী

আমাদের কাগজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি এবারও নির্বাচনে না আসে তাহলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে।সোমবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

এসময় বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বলে উল্লেখ করেন তিনি । 

বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। অতীতের মতো দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে। এদিন সকাল থেকেই সমাবেশে দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। কর্মসূচির নামে বিএনপি যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক পাহারায় রয়েছে দলের নেতাকর্মীরা।

ড. হাছান বলেন, জেল থেকে বের হওয়ার পর ফখরুল ও আব্বাসের সুর একটু পাল্টেছে। তারা বলেছেন, আমরা সরকারকে ধাক্কা দিতে চাই না। কারণ, ধাক্কা দিতে গিয়ে তারা নিজেরাই পড়ে গিয়েছে সেজন্য এখন তারা লাইনে এসেছে।

আগামী নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই আগামী বছরের শুরুতে এদেশে একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। জনপ্রিয়তা যাচাই করুন।

আমাদের কাগজ/এমটি