আইন ও আদালত ১ নভেম্বর, ২০২২ ০২:৪৩

সুমনের রিট: সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন বললেন হাইকোর্ট?

নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসামিদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ওই সম্পত্তি সম্পর্কিত সব কাগজপত্র ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে রাজউক, গণপূর্ত বিভাগ ও সালাম মুর্শেদীকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

এর আগে গত ৩০ অক্টোবর সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়।

সেদিন এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, গুলশানে সালাম মুর্শেদীর বাড়ি পরিত্যক্ত তালিকাভুক্ত। সালাম মুর্শেদী ওই বাড়িটি দখল করে সেখানে বসবাস করছেন। ২০১৫ ও ২০১৬ সালে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি। এ ছাড়া ওই জমির নাম ও দলিল জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই আবারও রাজুকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। যার উত্তর এখনও মেলেনি।


আমাদেরকাগজ/এইচএম