সারাদেশ ১৯ অক্টোবর, ২০২২ ০২:৫৭

পঞ্চগড়ে বেড়েছে শীত

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

জেলা প্রতিনিধি: হিমালয়ের দেশ নেপালকে বলা হলেও আমাদের দেশের হিমালয়ের জেলা বলা হয় পঞ্চগড়কে। দেশের সবার আগে শীতের দেখা মিলে এ জেলাটিতে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা শীতের সাথে ঘন কুয়াশা বাড়ছে।

কিছু কিছু জেলায় এখনো শীতের দেখা না মিললেও কয়েকদিন ধরেই উত্তরে লক্ষ্য করা গেছে এমন আমেজ। কুয়াশা ভেজা ঘাস আর ধান কিংবা গাছের ডগায় ফোটায় ফোটায় দেখা মিলছে শিশিরবিন্দুর। সূর্য ডোবার পর ঠান্ডাও বাড়তে থাকে বলে জানিয়েছেন এ জেলার বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য জেলার চেয়ে পঞ্চগড়ে অনেকটা আগেই শীতের দেখা মেলে। এখানে নভেম্বর-মার্চ পর্যন্ত প্রচণ্ড শীত থাকে।কৃষক হেলাল মিয়া বলেন, দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই ঠান্ডা শুরু হয়। সকালে ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করলে কাপড় ভিজে যায়। শীতের তীব্রতা বাড়তে থাকলে আমাদের মতো মানুষের কষ্ট বেড়ে যাবে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এবার আগেভাগেই শীত পড়তে শুরু করেছে। কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে খুব শিগগিরই তাপমাত্রা বাড়বে।

বুধবার ভোর ৬টার দিকে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আমাদের কাগজ//টিএ