Notice: Trying to access array offset on value of type null in /home/u775251727/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

ইমরান খানের সরকারবিরোধী সমাবেশের ডাক


নিজস্ব প্রতিবেদক


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান ইসলামাবাদে সরকারবিরোধী নতুন সমাবেশের ডাক দিয়েছেন । সমাবেশ সফল করার জন্য পিটিআই কর্মীদের ইসলামাবাদে ‌‘হাকিকি আজাদি মার্চ’-এর জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আগামী ৯ অক্টোবর মহানবী (সা.) এর জন্মবার্ষিকীর পর যেকোনো সময়  দলীয় কর্মীদের  এ সরকারবিরোধী লংমার্চের ডাক দেওয়া হতে পারে।

ইমরান খাঁন বলেছেন, ‘এবারের স্বাধীনতা মিছিল ও সমাবেশ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাস্তবায়িত হবে’। সোমবারের এই বৈঠকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, পারভেজ খট্টক এবং ইয়াসমিন রশিদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

গত মাসে পাঞ্জাবের রহিমিয়ার খান জেলায় একটি মহাসমাবেশে বক্তৃতা করার সময় ইমরান খান বলেছিলেন, সময় হলে তিনি সরকারবিরোধী বিক্ষোভের চূড়ান্ত আহ্বান জানাবেন। তিনি তখন জোর দিয়ে বলেছিলেন, তিনি নিশ্চিত যে- তিনি ‘এক বলে তিন উইকেট নিতে পারবেন’।

পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে বর্তমান জোট সরকারের বিরুদ্ধে দেশজুড়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে পিটিআই।


আমাদের কগজ// টিএ


আরো খবর