সারাদেশ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৪৮

চট্টগ্রামে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ‘পেশেন্ট কেয়ার টেকনোলজি’ কোর্সের শিক্ষার্থীদের নার্সিং কাউন্সিলের অধীন ডিপ্লোমা ইন নার্সিং এর রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিংয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নার্সিং কলেজের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের বাদ দিয়ে স্থগিতকৃত লাইসেন্স পরীক্ষা নিতে হবে। এছাড়াও পরিবার পরিদর্শিকাদের মিডওয়াইফারি সমমান দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। দাবি মানা না হলে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

সমাবেশে আরও বক্তব্য দেন স্বাধীনতা নার্স পরিষদ চমেক হাসপাতাল শাখার সহ সভাপতি মো. বেলাল উদ্দীন, বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব আরিফুল ইসলাম, চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া খাতুন প্রমুখ।

সূত্র: বাংলা নিউজ