সোশ্যাল মিডিয়া ১ ডিসেম্বর, ২০২০ ০৭:১৩

যে কথা বলতে লাইভে আসবে উত্তরের মেয়র

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে নগরবাসীর মুখোমুখি হচ্ছেন। পরিকল্পনা ও পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহির জন্য সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ফেসবুক লাইভে থাকবেন তিনি।

মেয়রের লাইভ অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসিকে নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা নগরবাসীকে জানাবেন।

দ্বিতীয় ভাগে নগরবাসীর প্রশ্ন, মন্তব্য ও মতামতের উত্তর দেবেন। শেষে গণমাধ্যমকর্মীরা মেয়রকে প্রশ্ন করার সুযোগ পাবেন।

মেয়র আতিক বলেন, ‘পরিকল্পনা ও পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই আমি জনতার মুখোমুখি হচ্ছি।’ তিনি বলেন, নগরসেবক হিসেবে নগরবাসীর সঙ্গে কোনো দূরত্ব রাখতে চান না। তবে শারীরিকভাবে সব এলাকায় গিয়ে সবার কথা ও সমস্যার বিষয়টি শোনাও সম্ভব হয় না। এ জন্যই ফেসবুক লাইভে এসে সবার সমস্যা ও মতামত জানার চেষ্টা করছেন।

মেয়র আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নগরবাসীর কথা শুনবেন, তাঁদের প্রয়োজন, মতামত মাথায় রেখেই নগরের উন্নয়ন করবেন, সাজাবেন সবার ঢাকা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই তিনি এবার নগরবাসীর মুখোমুখি হচ্ছেন।

‘#জনতার_মুখোমুখি_নগরসেবক’ এই হ্যাশট্যাগ অনুসরণ করে নগরবাসী মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ফেসবুক লাইভে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

ডিএনসিসির ফেসবুক পেজ facebook.com/dncc.gov.bd ও মেয়রের ফেসবুক পেজ facebook.com/atiqfordhaka থেকে মেয়র লাইভে অংশ নেবেন। এ সময় নগরবাসী তাঁদের প্রশ্ন, মন্তব্য ও মতামত সরাসরি মেয়রকে জানাতে পারবেন।