জেলা প্রতিনিধি
মাগুরায় অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে জেলার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সী শহিদুর রহমানের দুই ছেলে। শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা শালিখা আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেটকে আটক করে। অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল,তিন রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র—চাপাতি, চাকু ও গাছিদা—এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।অভিযান শেষে আটককৃত দুইজনকে শালিখা থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আটককৃত যুবদল নেতা মুন্সি নয়নুজ্জামান নয়নকে এর আগে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। পরে চলতি বছরের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















