স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের হাতে চারজন সাংবাদিক লাঞ্ছিত ও আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর রাধাবল্লভ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাধাবল্লভ এলাকার দোকানদার রেজাউল ইসলাম দোকান পরিষ্কার করছিলেন। এ সময় কয়েকজন ছাত্রের সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার জেরে স্থানীয়দের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের দুই কর্মী—আলিফ ইমরান ও সিহাব ইসলাম আহত হন। পাশাপাশি কয়েকজন স্থানীয় বাসিন্দাও আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ছাত্রশিবির নেতা মোহাম্মদ আতিক বলেন, স্থানীয় এক দোকানদারের সঙ্গে কয়েকজন ছাত্রের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয় বলে দাবি করেন তিনি।
ঘটনার পর বিকেলে রাধাবল্লভ প্রাইমারি স্কুলের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পরিস্থিতি জানতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় আহত চার সাংবাদিক হলেন, দীপ্ত টিভির রংপুর জেলা প্রতিনিধি ফেরদৌস জয়, দেশ নিউজ বিডির বিশেষ প্রতিবেদক মেহেদি হাসান, চ্যানেল ওয়ানের চিত্র সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল এবং একাত্তর টেলিভিশনের রংপুর সদর প্রতিনিধি মাহবুব হোসেন সুমন।
পরে ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সাংবাদিকেরা বলেন, দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে প্রশ্ন করার পরিবেশ নেই। এ ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় তিন দফা দাবি জানান সাংবাদিকরা ৩ দফা দাবি জানায়- ১.সকল দলকে গণমাধ্যমর স্বাধীনতা নিশ্চিতে বিবৃতি দিতে হবে ; ২.নির্বাচন কমিশনের কাছে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে; ৩.গনমাধ্যম কর্মীদের হামলার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে শিবিরের রংপুর মহানগর সাভাপতি নুরুল হুদাকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোন সাড়া মেলেনি।






















