সারাদেশ ২৫ অক্টোবর, ২০২৫ ০৯:০৮

সম্পাদকের বিরুদ্ধে ত্রাণের টিন চুরির অভিযোগ সভাপতির

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ত্রাণের ২০০ বান্ডিল ঢেউটিন চুরির অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সভাপতি। 
এ-সংক্রান্ত তাঁর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে খোকসার ভবানীগঞ্জ বাজারে এক পথসভায় বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান দাবি করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ্জামান স্বপনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১/১১-র সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আত্মসাৎ করা সরকারি ত্রাণের ২০০ বান্ডিল ঢেউটিন উদ্ধার করেছিল।

ভিডিওতে উপজেলা বিএনপির সভাপতিকে বলতে শোনা যায়, সৈয়দ মেহেদী রুমী দুইবার এমপি হয়েছেন। তাঁর হাতে এলাকার উন্নয়ন হয়নি। সেই সময়ে আমাদের সরকারের সব উন্নয়ন প্রকল্প তারা ভাগবাটোয়ারা করে নিয়েছেন। এতে লাভ হয়েছে সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক আনিস উজ্জামান গংয়ের। দলীয় শৃঙ্খলা না থাকায় সরকারি সম্পত্তি লুটপাট করা হয়। তাদের মনোনয়ন না দিয়ে জনগণের সঙ্গে যারা আছেন, তাদের মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান তিনি।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ্জামান বলেন, তিনি ফেসবুকে তাঁর কমিটির সভাপতির দেওয়া বক্তব্য দেখেছেন। উনি যা বলেছেন, তাঁর দায়িত্ব উনার। তিনি আরও বলেন, আমি নিজেকে তো আর নিজে সার্টিফাই করতে পারি না। ফেসবুকেই মানুষ উত্তর দিচ্ছে। 


উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করেছেন এবং করছেন, তাদের সতর্ক করার জন্য তিনি সত্য ঘটনা তুলে ধরেছেন। দলকে বিপদে ফেলার কারণ ছিল সৈয়দ মেহেদী রুমী-আনিস গং। তাদের লোভ ও ভুলের কারণেই ১৭ বছর বিএনপির কর্মীরা আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমির বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে কয়েক দফায় কল দেন এই প্রতিবেদক। কিন্তু তিনি রিসিভ করেনি। তাঁর সমর্থক অন্য কোনো নেতাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।