রাজনীতি ৯ মে, ২০২৫ ০২:২০

যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের আশ্বাসকে ‘প্রহসন’ বললেন হাসনাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার আশ্বাসকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মূল দল আওয়ামী লীগকেই সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসনাত এই মন্তব্য করেন।

এর আগে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।”

এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে। খুন, দমন-পীড়ন, দুর্নীতির জন্য দলীয় কাঠামোকে দায়ী করে বিচার নিশ্চিত না হলে প্রকৃত বিচার হবে না।” 

এর আগে একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র হান্নান মাসুদ। তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, “বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না।” অন্যদিকে, হান্নান মাসুদ বলেন, “বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর দেশকে বাঁচাতে আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।”