আন্তর্জাতিক ২৬ মে, ২০২৪ ১১:৩৪

ঘূর্ণিঝড় এখনো আঘাত হানেনি, আছে ১৪০ কি.মি দূরে : ভারত

আন্তর্জাতিক ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ ও ভারতীয় উপকূলে আরও ২ থেকে ৩ ঘণ্টা পর আঘাত হানবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

রোববার (২৬ মে) বাংলাদেশ সময় রাত ১০টার কিছু পর ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আপডেট প্রকাশ করে দেশটির আবহাওয়া বিভাগ।

ওই আপডেটে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার, মোংলা থেকে ১৬০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৩০ কিলোমিটার দূরে রয়েছে।

এর আগে অবশ্য বাংলাদেশের আবহাওয়া দপ্তর রাত ৮টার পর জানিয়েছিল ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানা শুরু করেছে। ওই সময় উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টিসহ অন্যান্য তথ্য আসে।

ভারতীয় আবহাওয়া বিভাগ তাদের সর্বশেষ (রাত ১০টার পর) তথ্যে বলেছে, ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরের উত্তর দিকে সরে গেছে এবং গত ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ১৬ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়েছে এবং এটি কিছুটা শক্তি সঞ্চার করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে সরে যেতে থাকবে এবং কো-অর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম (ইউটিসি) অনুযায়ী ১৮টায় উপকূলে আঘাত হানবে। এই সময় অনুযায়ী বাংলাদেশে তখন রোববার রাত ১২টা হবে।

আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং এটির ঝড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার থাকবে বলেও জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এটি অতিক্রম করবে বাংলাদেশের খেপুপাড়া ও ভারতের সাগরদ্বীপের মধ্যবর্তী বাংলাদেশের মোংলার পাশ দিয়ে।

অপরদিকে জলোচ্ছ্বাসের ব্যাপারে ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতীয় উপকূলে ১ মিটার অর্থাৎ ৩ ফুট এবং বাংলাদেশি উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ মিটার অর্থাৎ ৯ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।