আবহাওয়া ৯ ডিসেম্বর, ২০২৩ ০১:৩১

আপাদত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পরিবর্তন আসবে রাতের তাপমাত্রায় 

নিজস্ব প্রতিবেদক: আপাদত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পরিবর্তন আসবে বলে মনে করেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টি বিদায় নেওয়ার পর শীত ক্রমেই বাড়ছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা ক্রমেই কমে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত দুইদিন সারাদেশে বৃষ্টি হয়েছে। তবে, আর বৃষ্টির সম্ভাবনা নেই এবং রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার ও সোমবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ক্রমে কমতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।

এদিকে সকাল থেকে আকাশ পরিষ্কার। কোথায়ও কোথায়ও হালকা এবং বেশি রোদ দেখা গেছে।