তুষার আহম্মেদঃ রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও ছিল মেঘলা আকাশ, কোথাও বৃষ্টি। এখন সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে শুরু করে বেলা ৩ টায় অফিস ছুটির সময়। আজ অফিসে যাওয়ার পথে বৃষ্টির কবলে পড়েছেন অনেকে। অনেকেই পাচ্ছেন না যানবাহন। পেলেও প্রচণ্ড ভিড়। ফলে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
এদিকে শহরের অনেক স্কুল-কলেজও শুরু হয় সকাল ৯ টা নাগাদ। তাতে একই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরও। এর আগে,দেশের ছয় অঞ্চলে ঝড়ের পূর্বাভাস। এসময় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়া অধিদফতর।
এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলো এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছিলেন ঢাকা আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছিলেন, রোববার (১৮ মার্চ) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিরে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আমাদের কাগজ /এমটি






















