আমাদের কাগজ ডেস্কঃ দেশে শৈত্যপ্রবাহ জানুয়ারির শেষ দিকে কমে আসলেও ফের বাড়তে পারে শীত। বিদায় সপ্তাহের পর উষ্ণতার মধ্যে নতুন এ বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ সারাদেশে চলতি মাসে তাপমাত্রা আরও নেমে যেতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, মাঘের দ্বিতীয়ার্ধ চলছে। এ মৌসুমে আরেক দফা শৈত্যপ্রবাহ থাকতে পারে। জানা যায়, চলতি মৌসুমে এরই মধ্যে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত ডিসেম্বরে একটি এবং জানুয়ারির প্রথমার্ধে বিস্তীর্ণ জনপদে টানা কয়েক দিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করে। ২০ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
এছাড়া,দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি শ্রীলঙ্কা উপকূলের দিকে হওয়ায় এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এটি আরও পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের।
পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশের সব প্রধান নদ-নদীর স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এছাড়া জানুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।
আমাদের কাগজ/এমটি






















