আবহাওয়া ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪

দিনাজপুরে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কাগজ কাগজ ডেস্কঃ দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে তাপমাত্রা কমে ৯ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। গতকালও তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। চলতি বছরে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

জানা যায়, শৈত্য প্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। শীতে কাঁপছে দিনাজপুরের জনপদ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। 

বাতাসে আর্দ্রতা ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

আমাদের কাগজ/এম টি