সড়ক দুর্ঘটনা ২১ অক্টোবর, ২০২০ ১১:৪৩

ভ্যান চাপায় পুলিশ, ভেকুর নিচে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা মহানগর পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এদিকে চট্রগ্রামের খুলশী থানাধীন ওয়্যারলেস গেইটের ৪ নম্বর লেইনে খননকাজে ব্যবহৃত একটি ভেকুর (স্ক্যাভেটর) নিচে চাপা পড়ে সজিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর কলাপট্টি উত্তরা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. বাবুল শেখ (৫০)। তিনি ডিএমপির কোতোয়ালি জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বাবুলের বাবার নাম জাফর শেখ। গ্রামের বাড়ি পাবনায়। তিনি ঢাকার শনির আখড়ায় পরিবার নিয়ে থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাতে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন বাবুল। পথে যাত্রাবাড়ী এলাকায় তাঁকে কাভার্ড ভ্যান চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ জানায়, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। এ ছাড়া কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম গত রাতে জানান, নিহত বাবুলের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এদিকে চট্রগ্রামের খুলশী থানাধীন ওয়্যারলেস গেইটের ৪ নম্বর লেইনে খননকাজে ব্যবহৃত একটি ভেকুর (স্ক্যাভেটর) নিচে চাপা পড়ে সজিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আলী বিন কাসেম সাংবাদিকদের বলেন, 'খননকাজ চালানোর সময় ভেকুর (স্ক্যাভেটর) পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। হঠাৎ ভেকুটি চলতে শুরু করলে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।' শিশুটি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।