সড়ক দুর্ঘটনা ১৮ এপ্রিল, ২০২৩ ০৯:৩৪

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, রাতে হাসপাতালে স্কুলছাত্রের মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্রের নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (১৭ এপ্রিল) বিকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জানিয়ার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। 

নিহত স্কুলছাত্রের নাম,বাঁধন হোসেন (১৫ ) । বাঁধন নওগাঁর বদলগাছী উপজেলার বামনপুর গ্রামের বাসিন্দা এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার বিকালে বাঁধন মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট শহর থেকে জামালগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে জানিয়ার বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। 

পরে বাঁধনের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমাদের কাগজ/এমটি