আমাদের কাগজ ডেস্কঃ যাত্রীবাহী বাসের ধাক্কায় নাটোরে এক মোটরসাইকেল আরোহী নিহত ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া সড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি শহরের ভাটোদাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফিরছিলেন। পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমাদের কাগজ /এমটি