সড়ক দুর্ঘটনা ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৫৬

পঞ্চগড়ের ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটবাহী ট্রাক্টর চাপায় যশোদা রানী (৩৫) নামের এক স্কুলশিক্ষকের নিহতের ঘটনা ঘটছে। নিহত যশোদা রানী উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার ও ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আনছার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটিকে অগুন লাগিয়ে দেন স্কুলটির শিক্ষার্থী ও স্থানীয়রা। তিনি তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের নন্দগছ এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে যশোদা রানী সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে যশোদা রানীকে পিষ্ট করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার।

আমাদের কাগজ/এমটি