সড়ক দুর্ঘটনা ১৪ ডিসেম্বর, ২০২২ ০৮:১৯

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে বাসের জানালা দিয়ে মাথা বের করে থুতু ফেলার সময় পাশ দিয়ে যাওয়া পিকআপভ্যানের ধাক্কায় মো. সাঈদ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার, ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচতো ভাই মো. হাবিব বলেন, সোমবার (১২ ডিসেম্বর) আমার চাচতো বোনের বিয়ে হয়। বোনকে নিয়ে যাওয়ার জন্য আজ আমরা কুমিল্লা থেকে ঢাকায় আসি। হাজারীবাগের কলোনি এলাকায় বাস থেকে থুতু ফেলার জন্য মাথা বের করলে একটি পিকআপভ্যানের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত‌ পায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাঈদ কুমিল্লার হুমনা থানার রাপকৃষ্ণপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে। তারা দুই ভাই এক বোন। সে এবার চতুর্থ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। সাঈদের বাবা সৌদিপ্রবাসী। ছয়মাস আগে তিনি দেশে এসেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত অবগত করা হয়েছে।’

আমাদেরকাগজ/ এইচকে