নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেলক্রসিং এ ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও একজন।
কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া-নলছাটা রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এসআই মশিউর বলেন, বিরুয়া-নলছাটা রেলক্রসিং পার হওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেল লাইনের দক্ষিণ পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়।
এ ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
টিআর