ডেস্ক রিপোর্ট
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক আব্দুল মজিদ (৬৫) কুষ্টিয়াতে মারা গেছেন।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে ইঞ্জিনচালিত আলগামন থেকে ছিটকে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন মজিদ।
পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান পারিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন