ডেস্ক রিপোর্ট
নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ডোমার-চিলাহাটি সড়কের শান্তা মার্কেটের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার মহিমাগঞ্জ গ্রামের মৃত এন্তাজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডোমার বাজার হতে বাই সাইকেলে করে আমির হোসেন নিজ বাড়ি যাওয়ার পথে শান্ত মার্কেটের সামনের রাস্তায় বাইসাইকেল সহ পড়ে যান। এ সময় বিপরিত দিক হতে আসা দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।