সড়ক দুর্ঘটনা ২২ জানুয়ারি, ২০২১ ০৮:০৬

দিনাজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোটরসাইকেল ট্রলির মুখোমুখি সংঘর্ষে শুভজিৎ (২০) প্রীতম (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন সময় অনিক নামের আরো এক যুবক আহত হন হতাহতেরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন উপজেলার ভাগলপুর নামক স্থানে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান খবর নিশ্চিত করেছেন

নিহত দুজনের মধ্যে প্রীতম কুড়িগ্রামে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন হতাহতেরা সবাই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা

ওসি জানান, শুভজিৎ, প্রীতম অনিক গতকাল বৃহস্পতিবার রাতে একটি মোটরসাইকেলে করে মধ্যপাড়া থেকে ফুলবাড়িতে যাচ্ছিলেন সময় তাঁরা ভাগলপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয় সময় ঘটনাস্থলেই শুভজিৎ নিহত হন ছাড়া আহত হন প্রীতম অনিক

পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে প্রীতমও মারা যান অন্যদিকে, আহত অনিক রমেক হাসপাতালে চিকিৎসাধীন