সড়ক দুর্ঘটনা ৩১ ডিসেম্বর, ২০২০ ০৫:১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল পুলিশের এসআই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামের এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিন পুলিশের গুলশান থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গুলাশান থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরায় যাওয়ার পথে অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই কামরুল ইসলামের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছে, ময়নাতদন্তের জন্য এসআই কামরুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুলশান জোনের এসি, উত্তরা জোনের এডিসিসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। দায়ী চালক ও গাড়ি শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।