আন্তজার্তিক ডেস্ক
মরিশাসে এক বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। আজ সকালে পোর্ট লুইস থেকে বাসে করে কর্মস্থলে যাওয়ার সময় হাইওয়েতে এই দুর্ঘটনার শিকার হন তারা। এ দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক।
এ বিষয়ে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ জানান, ‘দূর্ঘটনায় তিন জন ঘটনাস্থলে মারা গেছেন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের মধ্যে আট জন হাসপাতালে আছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।’
এছাড়া প্রায় ১০ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়ে ডরমিটরিতে ফেরত গেছেন এবং বাকিরা অক্ষত আছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছেন।