সড়ক দুর্ঘটনা ২ নভেম্বর, ২০২০ ০৬:৫৫

জয়পুরহাটে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাটের কালাইয়ে বাসের ধাক্কায় লবীর উদ্দিন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কালাই উপজেলার জয়পুরহাট -বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লবীর উদ্দিন কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত বসমতুল্লার ছেলে।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের ওসি বলেন, 'লবীর উদ্দিন অটোভ্যান গাড়িতে ধান নিয়ে পাঁচশিরা বাজারে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে চালক লবীর উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।'