নিজস্ব প্রতিবেদক।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে “রোগীর সেবায় হই আরো যত্নবান” এ প্রতিপাদ্য (থিম) কে ধারণ করে ,আগামীকাল বিএসএমএমইউতে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে ইনভেস্টিগেশনসহ বিনামূলে বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসাসেবা প্রদান করবেন।
আজ ১৪ আগস্ট বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য করা হয়েছে বিএসএমএমইউ পক্ষে থেকে।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী। এ দিন বাংলাদেশের বিভিন্ন শ্রেণি, পেশাজীবীর মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ও ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে ইতোমধ্যে নিশ্ছিদ্র ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






















