স্বাস্থ্য সেবা ৪ অক্টোবর, ২০২৩ ০২:৫৮

সরকারি সিদ্ধান্তে

১ মিনিট নিঃশব্দে কাটাবে রাজধানী ঢাকা

সংগ্রহীত

সংগ্রহীত

​​​​​​নিজস্ব রিপোর্টার: নিস্তব্ধে ১ মিনিট কাটানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এটি পালন করা হবে আগামী ১৫ (অক্টবর)। আর এতে অংশ নেবে সরকার সহ বন ও জলবায়ু পরিবর্তন যন্ত্রালয়ের অতিরিক্ত সচিব এবং বিভিন্ন মন্ত্রালয় ও দপ্তরের প্রতিনিধিরা। 

এতে করে, শব্দ দূষন রোধ ও ব্যাপক জনসচেতনতা সৃষ্ট হবে বলে মনে করে সরকারি বিভিন্ন মহল। 

সরকারসহ বিভিন্ন মন্ত্রলনায়ের থেকে এই (৪অক্টবর) সিদ্ধান্তে আসে যে, আগামী ১৫ (অক্টবর) ১০ টা থেকে ১০ টা এক মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত ও শান্তি সমাবেশ করা। 

এসময় শুধুমাত্র ঢাকার ১৫ টি স্থানে ক্যাম্পেইনে ও লিফলেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর এতে অংশ নেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন,সব ধরণের পরিবহন ও নির্মন সমিতি, বিআরটিএ, পুলিশ ও স্কাউট বিভাগসহ আরও অনেক গুরুত্বপূর্ণ সংস্থা।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মমন্ত্রনালয়ের মন্ত্রনালয় সচিব  ড. ফারহিনা আহম্মেদ উপস্থিত ছিলেন।  

আমাদেরকাগজ/ (এমটি)

 

​​​