স্বাস্থ্য সেবা ২৭ জানুয়ারি, ২০২৩ ০৫:২০

আরও দুজন আক্রান্ত ডেঙ্গুতে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যায়নি কেউ, তবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুজন। চলতি বছরে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার, ২৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৮ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৫২ জন এবং ঢাকার বাইরে ২৭৩ জন চিকিৎসা নিয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের পর সুস্থ হয়েছে ৪৬৯ জন।

আমাদেরকাগজ/ এইচকে