স্বাস্থ্য সেবা ১৬ নভেম্বর, ২০২২ ০৪:২৬

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৫

নিজস্ব  প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৫ জনের দেহে।

বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩০ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। 

আমাদের কাগজ//জেডআই