স্বাস্থ্য সেবা ৩ নভেম্বর, ২০২২ ০৭:৪৫

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে আরও শনাক্ত হয়েছে ১৪০ জন রোগী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪২৫ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ১০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

আমাদের কাগজ//জেডআই