স্বাস্থ্য সেবা ২৫ অক্টোবর, ২০২২ ০৫:১৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫০ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৫০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত একদিনে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। 

এনিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৬ জনে। এছাড়া চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৪ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৬ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২২৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ১৯২ জন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১০৫ জনের প্রাণহানি ঘটে।


আমাদেরকাগজ/এইচএম