স্বাস্থ্য সেবা ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৪

টিকা নিয়েও আক্রান্তের ব্যাপারে যে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

টিকা নেওয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব মো. মোহসীন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন

তিনি বলেনসচিব স্যারসহ অফিসের সবাই ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে টিকা নিয়েছিলাম পরে সচিব স্যারের ১৩ তারিখ থেকে ঠান্ডা, জ্বর, কাশির উপসর্গ দেখা দেয় ১৯ ফেব্রুয়ারি তিনি করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

টিকা নেওয়ার পর সচিবের করোনা থেকে সুরক্ষা না পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, সচিবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের এখনও জানা নেই তবে টিকা নেওয়ার পরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবার ক্ষেত্রে পুরোপুরি দূর হয় না

তিনি বলেন, টিকা দিলে ট্রান্সমিশন কমে যাবে কমানোর জন্যই টিকা দেওয়া তবে সংক্রমণ হতে পারে কারণ টিকা শতভাগ কার্যকর হবে এমন কথা তো কোনো টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানই বলেনি

টিকা নেওয়ার পরও আক্রান্ত হওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, যারা টিকা নিচ্ছেন, তাদের একটি অংশও আক্রান্ত হতে পারেন এছাড়া টিকার এক ডোজেও পুরোপুরি কাজ হবে না দুই ডোজ দিতে হবে দুই ডোজ দেওয়ার পরই টিকা কতভাগ সংক্রমণ প্রতিরোধ করবে তা বোঝা যাবে