স্বাস্থ্য সেবা ১৯ জানুয়ারি, ২০২১ ১০:৪০

ভিভিআইপিরা নয়, ফ্রন্টলাইনাররাই আগে টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন- ভিভিআইপিরা নয়, যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে মন্ত্রী কথা বলেন

সময় তিনি বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব যেমন ফ্রন্টলাইনার হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ সাংবাদিকদেরও করোনার টিকা দেওয়া হবে যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে ভিভিআইপিরা আগে টিকা পাবেন না

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আগামীকাল অথবা পরশু আসছে